২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:৫৪

ফিরছেন নিপুণ

বিনোদন ডেস্ক:

জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী নিপুণ। মূলত বড় পর্দায় নিয়মিত অভিনয় করেন তিনি। তবে মাঝে মধ্যে ঈদে ছোট পর্দার বিশেষ নাটকেও তাকে দেখা যায়। তবে অনেকদিন ধরেই বড় পর্দা ও ছোট পর্দা থেকে দূরে সরে আছেন তিনি। এর কারণ হিসেবে নিপুণ মানবজমিনকে বলেন, বর্তমানে নিজের ব্যবসা প্রতিষ্ঠান ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’-তে বেশি সময় দিতে হচ্ছে। তাই মাঝে বেশ কিছুটা সময় কাজ থেকে দূরে ছিলাম।

তবে আবারো কাজ শুরু করছি। আরটিভিতে একটি অনুষ্ঠানে গতকাল অংশ নিয়েছিলাম। এছাড়া আমার অভিনীত ও উত্তম আকাশ পরিচালিত ‘ধূসর কুয়াশা’ ছবিটি বড় পর্দায় আগামী সপ্তাহে মুক্তি পাবে। আর এবারের ঈদে ছোট পর্দার বিশেষ নাটকে অভিনয় করব। বেশকিছু কাজ নিয়ে কথা চলছে। আশা করি, দর্শক কাজগুলো পছন্দ করবেন। নিপুণ আরো বলেন, বড় পর্দা কিংবা ছোট পর্দা দুই জায়গাতেই ভালো কাহিনীর চিত্রনাট্য প্রয়োজন এখন। ভালো কাজ ছাড়া ইন্ডাস্ট্রি দাঁড়াবে না।

সবশেষ নিপুণের অভিনীত এবং ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ‘অজ্ঞাতনামা’ ছবিটি কম্বোডিয়ার রাজধানী নমপেনে ৫৭তম এশিয়া-প্যাসিফিক চলচ্চিত্র উৎসবের সমাপনী দিনে সেরা চলচ্চিত্র হিসেবে ঘোষিত হয়। ছবিটি পরিচালনা করেন তৌকীর আহমেদ। এ ছবিতে মোশাররফ করিমের বিপরীতে তার অভিনয় দর্শক বেশ পছন্দ করেন। এদিকে নিপুণ উত্তম আকাশের ‘ধূসর কুয়াশা’ ছবির জন্য ক্যামেরার সামনে দাঁড়ান। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন নবাগত মুখ মুন্না। ছবিতে আরো অভিনয় করেছেন পুষ্পিতা পপি। আসছে ১৬ই মার্চ ছবিটি মুক্তি পাচ্ছে। বড় পর্দার বাইরে গত বছর নিপুণ সাজ্জাদ হোসেন দোদুলের ‘মহব্বত ব্যাপারী’, জিয়াউর রহমানের ‘লাইট ক্যামেরা অ্যাকশন’ নামের খণ্ড নাটক এবং এস এ হক অলিকের রচনায় ও নির্দেশনায় ‘প্রেমের ঘুণপোকা’ নামের টেলিফিল্মে অভিনয় করে বেশ সাড়া পান। ‘পিতার আসন’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে রুপালি জগতে পা রাখেন নিপুণ।

২০০৮ সালে হুমায়ূন আহমেদ রচিত ‘সাজঘর’ ও ২০০৯ সালে ‘চাদের মতো বউ’ ছবির মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন তিনি। একের পর এক ছবিতে কাজ করতে করতে নিজেকে চলচ্চিত্রাঙ্গনেই ব্যস্ত করে তোলেন। রিয়াজ, ফেরদৌস, আমিন খান, শাকিব খানসহ এই সময়ের সম্রাট, নিরবের সঙ্গেও অভিনয়ে নিজেকে যথাযথভাবে উপস্থাপন করেছেন নিপুণ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১০, ২০১৮ ১১:০৮ পূর্বাহ্ণ