আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের রাজস্থানের সব সরকারি এবং বেসরকারি কলেজে মেয়েদের জিনস, স্কার্টের মতো পোশাক পরিধান নিষিদ্ধ করা হয়েছে। হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি বিজেপি শাসিত রাজস্থানে এমন নিষেধাজ্ঞায় সামাজিক মাধ্যমে শোরগোল পড়ে গেছে। খবর: আনন্দবাজার।
রাজস্থানের সব সরকারি এবং বেসরকারি কলেজের কাছে নির্দেশিকা পাঠিয়ে রাজ্যের কমিশনারেট অব কলেজ এডুকেশন জানিয়েছে, ‘আগামী শিক্ষাবর্ষ থেকেই ড্রেস-কোড চালু করতে হবে।’ কমিশনারেটের নির্দেশ, স্কুলে যেমন ড্রেস থাকে, সেই একই ব্যবস্থা চালু করতে হবে রাজ্যের সবকলেজে। জিনস কিংবা স্কার্টের মতো পোশাকে কলেজে আসা চলবে না। পরতে হবে শাড়ি। সালোয়ার-কামিজও চলতে পারে, তবে সেক্ষেত্রে ওড়না বাধ্যতামূলক। ক্ষমতায় আসার পরেই মেয়েদের কলেজে ড্রেস কোড চালু করার নির্দেশ দিয়েছিলেন উত্তরপ্রদেশের আলোচিত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার সে তালিকায় যুক্ত হল বিজেপি শাসিত রাজস্থানের নামও।
এদিকে সমালোচনার মুখে রাজস্থানের শিক্ষামন্ত্রী কিরণ মাহেশ্বরী বলেছেন, ‘কলেজে বহিরাগতদের প্রবেশ ঠেকানোর জন্যেই ড্রেস-কোড চালু করা হয়েছে। নারীদের পোশাক স্বাধীনতা হরণের প্রশ্নই ওঠে না।’
দৈনিকদেশজনতা/ আই সি