১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪২

নলডাঙ্গায় ভ্যান চালকের মৃতদেহ উদ্ধার: আটক এক

নাটোর প্রতিনিধিঃ

নাটোরের নলডাঙ্গার বাসুদেবপুর থেকে শান্ত ইসলাম (১৭) নামে এক ভ্যান চালকের ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার মির্জাপুর দিয়ারপাড়া থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত শান্ত ইসলাম উপজেলার মির্জাপুর তেঘর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। এ ঘটনায় নিহতের বন্ধু একই গ্রামের আব্দুস সফুরের ছেলে রশীদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল ও নিহতের মামা বাদল হোসেন জানান, প্রতিদিনের মত বুধবার সন্ধ্যার দিকে শান্ত ভ্যান রিক্সা নিয়ে বাড়ী ফিরে। পরে তার বন্ধুরা তাকে ডাক দিলে শাস্ত তার ভ্যানটি নিয়ে বের হয়। পরে রাতে শান্ত বাড়ী ফিরেতে দেরি হওয়ার পরিবারে লোকজন তাকে খোঁজ করতে থাকে। রাতে বিভিন্ন স্থানে তাকে অনেক খুজেও পাওয়া যায়নি। সকালে বাড়ী থেকে কিছুটা দূরে স্থানীয় চেয়ারম্যান আব্দুল জালালের বাড়ীর পাশে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। এসময় নিহতের পরিবারের সদস্যরা সেখানে গিয়ে মৃতদেহটি শনাক্ত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

প্রাথমিক ভাবে পুলিশের ধারনা শান্তর ভ্যান রিক্সাটি চুরির জন্য তাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভন্ন স্থানে আঘাত করে ভ্যানটি নিয়ে যাওয়ার চেষ্টা করে। হয়তো হাতাহাতির কারনে বা মানুষজন চলে আসায় হত্যাকারী ভ্যানটি নিয়ে যেতে পারেনি। নিহত শান্তর ভ্যানটি মৃতদেহের পাশ থেকেই উদ্ধার করা হয়েছে। এছাড়াও শান্তর মৃতদেহ উদ্ধারের পরই পুলিশ শান্তর বন্ধু একই গ্রামের আব্দুস সফুরের ছেলে রশীদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ৯, ২০১৮ ৭:৪৩ অপরাহ্ণ