১১ই এপ্রিল, ২০২৫ ইং | ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:০৩
ব্রেকিং নিউজ

কীর্তনখোলায় ৬ মুসল্লির লাশ উদ্ধার

বরিশাল প্রতিবেদক:

বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা নদী থেকে ৬ জনের লাশ উদ্ধার হয়েছে। শুক্রবার (০৯ মার্চ) দুপুর দেড়টার দিকে নদীর চরমোনাই এলাকায় লাশগুলো ভেসে ওঠে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন। তবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। দুইদিন আগে সেখানে ডুবে যাওয়া ট্রলারের যাত্রী হয়ে থাকতে পারেন বলে নৌপুলিশের ধারণা।

ওসি জানান, দুপুরে দিকে নদীর চরমোনাই এলাকায় লাশগুলো ভেসে ওঠে। যাদের লাশ পাওয়া গেছে, তাদের মধ্যে একটি শিশু রয়েছে। বাকি সবাই প্রাপ্তবয়স্ক পুরুষ।

উল্লেখ্য, গত বুধবার মুসল্লীবাহী একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের কির্তনখোলা নদীর চরমোনাই পয়েন্টে একটি ট্রলারের ধাক্কায় আরেকটি ট্রলার ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারটিতে ২০-২৫ জন চরমোনাই মাহফিল গামী মুসল্লি যাত্রী ছিলেন। তবে ওই ঘটনায় ১ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছিল।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ৯, ২০১৮ ৭:৩৭ অপরাহ্ণ