বিনোদন ডেস্ক:
গ্ল্যামার দুনিয়ায় সম্পর্কের ভাঙা-গড়া চলতেই থাকে। জীবনের প্রথম বিয়ে টেকেনি এমন অনেক তারকাই রয়েছেন টেলি দুনিয়ায়। নতুন সঙ্গীর হাত ধরেছেন তারা। নতুন জীবন তাদের হতাশ করেনি।
শেফালি শাহ
‘রঙ্গিলা’ সিনেমা দিয়েই বড় পর্দায় হাতেখড়ি শেফালির। ১৯৯৭ সালে বিয়ে করেন টেলি তারকা হর্ষ ছায়াকে। সেই সম্পর্ক টেকেনি বেশি দিন। ২০০১ সালে বিচ্ছেদের পরে প্রযোজক বিপুল শাহের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন শেফালি। এই দম্পতির দুটি সন্তানও রয়েছে।
সমীর সোনি
বিয়ের ছয় মাসের মধ্যেই মডেল রাজলক্ষ্মী রায়ের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় মডেল এবং অভিনেতা সমীর সোনির। এর পর তিনি অবসাদে চলে যান বলে জানান সমীর।
পরে ২০১১ সালে সাবেক অভিনেত্রী নীলমকে বিয়ে করেন সমীর। নীলমকে পেয়ে প্রথম সম্পর্ক ভাঙার অবসাদ থেকে বেরিয়ে এসেছেন বলেও জানান সমীর।
রেণুকা সাহানে
তার মিষ্টি হাসি দর্শমহলে সাড়া জাগিয়েছে বহু দিন। টেলি দুনিয়া থেকে রূপালি পর্দা, দাপটে অভিনয় করেছেন এ নায়িকা। প্রথম সম্পর্ক ভেঙে গেলে অভিনেতা আশুতোষ রানার সঙ্গে ফের গাঁটছড়া বাঁধেন তিনি। আশুতোষই তার আদর্শ জীবনসঙ্গী বলে অনেকার জানিয়েছেন রেণুকা।
রণিত রায়
মেয়ের জন্মের ছয় মাসের মধ্যেই দীর্ঘদিনের সম্পর্কে ইতি টানেন ওনা এবং রণিত। ২০০৩ সালে ফের নীলম বসুর সঙ্গে চার হাত এক হয় তার। গত ১১ বছর ধরে একই সঙ্গে রয়েছেন রণিত-নীলম।
দীপশিখা নাগপাল
টেলি ধারাবাহিক ছাড়া বড় পর্দাতেও পরিচিত মুখ দীপশিখা। ১৯৯৭ সালে জিৎ উপেন্দ্রর সঙ্গে পথ চলা শুরু হলেও ২০০৭ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। ২০১২ সাল থেকে মডেল এবং অভিনেতা কৈশব অরোরার সঙ্গে ছয় বছরের দাম্পত্য জীবন চালিয়ে যাচ্ছেন তিনি।
হিতেন তেজওয়ানি
বিয়ের ১১ মাসের মাথায় প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় হিতেনের। পরে সহ-অভিনেতা এবং বান্ধবী গৌরির সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেন তিনি।
কর্ণ সিংহ গ্রোভার
বি-টাউনে বরাবরই কর্ণের ‘লাভার বয়’ ইমেজ রয়েছে। তিনবার বিয়ের পিঁড়িতে বসেছেন কর্ণ। প্রথম বিয়ে হয় শ্রদ্ধা নিগমের সঙ্গে ২০০৮ সালে। কিন্তু ১০ মাসের মাথায় বিচ্ছেদ হয়ে যায়। জেনিফার উইনজেটের সঙ্গে বিয়েও বেশিদিন টেকেনি। তবে ২০১৬ সাল থেকে বিপাশা বসুর সঙ্গে আছেন তিনি।
মানিনি দে মিশ্র
প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর টেলি তারকা মিহির মিশ্রর সঙ্গে চার হাত এক হয় ‘জস্সি জ্যায়সি কোই নেহি’ খ্যাত ‘পরী’র। টেলিদুনিয়ার সবচেয়ে হ্যাপি কাপলের মধ্যে নাম রয়েছে মিহির-মানিনির।