১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৪৭

ইতালিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

দৈনিক দেশজনতা ডেস্ক:

ইতালিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছেন প্রবাসি বাংলাদেশি নারীরা। এ উপলক্ষে মহিলা সংস্থা ইতালির উদ্যোগে রোমের তরপিনাত্তারা ভিয়া কাপুয়া ৪ বাংলা স্কুল মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নায়না আহমেদ, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা সমাজ কল্যাণ সমিতির সভাপতি লায়লা শাহ।

সভায় বক্তারা বলেন, আন্তর্জাতিক নারী দিবস আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় যে, কেন নারী দিবসের প্রয়োজন হয়েছিল। মানুষ কিন্তু একবারে সবকিছু বুঝতে পারে। কাজেই এ দিবসটি আমাদের প্রয়োজনীয়তা বারবার মনে করিয়ে দেয়।

তারা বলেন, শুধু গ্রামে নয়, শহর, প্রবাসেও অসংখ্য বঞ্চিত নারী আছেন। আসলে নারীদের উচিত নিজেরাই নিজেদের উৎসাহিত করা। নারীদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে নিরাপত্তা প্রধান শর্ত নয়। আমরা মনে করি, একটি মেয়ে কিন্তু একজন মা। আমরা সন্তান জন্ম দিতে পারি, আমাদের হাতে অনেক কিছুই আছে। বলতে গেলে আমাদের হাতে পুরো জাতি। এই বিশ্বাসটা যদি নিজেদের মধ্যে থাকে তাহলে নারীরা অনেক এগিয়ে যাবেন।

তারা আরও বলেন দেশে দেশে নারী নির্যাতনের বিরুদ্ধে সব নারীকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। নারীদের সমঅধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর গুরুত্বারোপ করতে হবে। এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন তাহমিনা আক্তার, বাবলী ইউসুফ, নীলা বেগম, শেলী, তিথী ভুইয়া, ইফরুজা খানম ইফা প্রমুখ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ৯, ২০১৮ ৬:২৯ অপরাহ্ণ