১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৮

১৫ মার্চ লালদীঘি মাঠে জনসভা করবে বিএনপি

চট্টগ্রাম প্রতিবেদক:

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ১৫ মার্চ চট্টগ্রামের লালদীঘি মাঠে জনসভা করবে মহানগর বিএনপি। শুক্রবার (০৯ মার্চ) সকাল ১১টায় নগর বিএনপির কার্যালয় নসিমন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

তিনি বলেন, ‘সরকার সম্পূর্ণ প্রতিহিংসার বশবর্তী হয়ে খালদা জিয়ার বিরুদ্ধে মামলা পরিচালনা করছে। আমরা আমাদের নেত্রী খালেদা জিয়ার মুক্তির আন্দোলন শান্তিপূর্ণভাবে চালিয়ে যাবো। বেগম জিয়ার মুক্তির দাবিতে আগামী ১৫ মার্চ লালদীঘির ময়দানে চট্টগ্রাম বিএনপির উদ্যোগে জনসভা করা হবে। আমরা আশা করছি, প্রশাসন জনসমাবেশের অনুমতি দিয়ে সহযোগিতা করবে।’

আবুল হাশেম বক্কর বলেন, ‘গত ৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতিসহ ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় দায়ের করা দু’টি মিথ্যা মামলায় উচ্চ আদালত জামিন দেন। কিন্তু ডা. শাহাদাত হোসেনের জামিন প্রক্রিয়া বিলম্বিত করতে পুলিশ নতুন করে ফেনীতে বেগম জিয়ার গাড়ি বহরে হামলার মিথ্যা একটি মামলায় পুনরায় গ্রেফতার দেখিয়েছে। আমরা চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী ও চট্টগ্রাম মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ৯, ২০১৮ ৪:৪৭ অপরাহ্ণ