১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৮

চাঁদপুরে ১৭শ’ পিস ইয়াবাসহ ‘হাফেজ’ আটক

চাঁদপুর প্রতিবেদক:
চাঁদপুরের হাজীগঞ্জে ১ হাজার ৭শ’ পিস ইয়াবাসহ মো. মহসিন (২৭) নামে  এক হাফেজকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাবেদুল ইসলামের তত্ত্বাবধানে হাজীগঞ্জ পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ গ্রামের কাজী বাড়ির মহসিনকে ইয়াবার চালানসহ আটক করা হয়। মহসিন ওই বাড়ির আবুল ফারাহ কাজীর ছেলে।
পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় মহসিনের বাবার গরুর খামারে হাজীগঞ্জ থানা পুলিশ অভিযান চালায়। এ সময় হাফেজ মহসিনকে ১ হাজার ৭শ’ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
থানার অফিসার ইনচার্জ মো. জাবেদুল ইসলাম বলেন, ‘মহসিন একজন কোরআনের হাফেজ। তাকে আল্লাহ-রাসূলের কসম দিলে প্রাথমিকভাবে তিনি ইয়াবা ব্যবসার কথা স্বীকার করেন। গত প্রায় ছয় মাস ধরে মহসিন ইয়াবা ব্যবসার সাথে জড়িত। এ বিষয়ে মহসিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ৯, ২০১৮ ৪:২৬ অপরাহ্ণ