আন্তর্জাতিক ডেস্ক:
স্বেচ্ছামৃত্যুর অধিকার বা আত্মহত্যাকে বৈধতা দিয়েছে ভারত। শুক্রবার সকালের স্বেচ্ছামৃত্যু বৈধ বলে রায় ঘোষণা করে দেশটির সর্বোচ্চ আদালত।
ভারতের সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি ডিভিশন বেঞ্চ এই রায় দেয়। এ বিষয়ে কেন্দ্র সরকারকে উপযুক্ত আইন প্রণয়ন করার নির্দেশ দিয়েছে আদালত।
সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী, একজন অসুস্থ ব্যক্তির পরিবারের সদস্য বা তার বন্ধুবান্ধব উচ্চ আদালতে তার স্বেচ্ছামৃত্যুর জন্য আবেদন জানালে একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে। তারাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
ভারতীয় গণমাধ্যম বলছে, হতাশাগ্রস্ত বহু মানুষ জীবনে প্রবল প্রতিকূলতার মুখে পড়ে স্বেচ্ছামৃত্যুর আবেদন করেছেন প্রতিনিয়ত। দেশের বিভিন্ন প্রান্তেই এই ধরনের উদাহরণ রয়েছে। কোমায় চলে যাওয়া ব্যক্তি, প্রত্যন্ত এলাকায় অনাহারে থাকা মানুষ প্রভৃতি নানা ধরনের লোক প্রশাসনের কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়েছিলেন বিভিন্ন সময়ে।
ভারতীয় সংবিধান অনুসারে আত্মহত্যা অপরাধ। একইসঙ্গে স্বেচ্ছামৃত্যু নিয়েও ছিল না কোনও আইন। সেই কারণে বিষয়গুলি ক্রমশ জটিল হয়ে উঠছিল। এই অবস্থায় ১২৫ কোটি মানুষের দেশে স্বেচ্ছামৃত্যু বৈধতা পেল।
দৈনিক দেশজনতা /এন আর