১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৫

আফগানিস্তানে মেয়াদ বাড়াল জাতিসংঘ মিশন

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তোনে জাতিসংঘের সহযোগিতা মিশনের (ইউএনএএমএ) মেয়াদ আরও এক বছরের জন্য বাড়ানোর প্রস্তাবে সর্বসম্মতিক্রমে সম্মতি জানিয়েছে সংস্থাটি নিরাপত্তা পরিষদ।

বৃহস্পতিবার এতে সম্মতি জানায় নিরাপত্তা পরিষদ। এর ফলে ২০১৯ সালের ১৭ মার্চ পর্যন্ত আফগানিস্তানে কাজ করবে ইউএনএএমএ। ইউএনএএমএ-এর নতুন ম্যান্ডেটে আফগানিস্তানে নেতৃত্বের পরিপূর্ণ দায়িত্বগ্রহণ, নিরাপত্তা, সরকার এবং উন্নয়নের ক্ষেত্রগুলোতে কর্তৃত্ব প্রতিষ্ঠায় সহযোগিতার কথা বলা হয়েছে।

এ ছাড়া আফগানিস্তানে জাতিসংঘ মহাসচিবের জন্য বিশেষ প্রতিনিধির কথাও বলা হয়েছে এতে। নারী অধিকারও গুরুত্ব পেয়েছে এতে।

দৈনিকদেশজনতা/ এফ আর

প্রকাশ :মার্চ ৯, ২০১৮ ৩:০২ অপরাহ্ণ