১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:০৬

ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে বিপ্লব কুমারের শপথ আজ

অনলাইন ডেস্ক: 

ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিলেন কচুয়ার বিপ্লব কুমার দেব। শপথ অনুষ্ঠানে উপস্থিত থেকে নির্বাচনী প্রচারণায় দেয়া প্রতিশ্রুতি রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার ত্রিপুরায় বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি-আইটিবিপি জোট। বিপ্লব কুমারের পাশাপাশি উপমুখ্যমন্ত্রীর পদে শপথ নিয়েছেন জিষ্ণু দেববর্মন। তবে কারা কোন মন্ত্রিপদে বহাল হচ্ছেন সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

ত্রিপুরায় প্রায় ২৫ বছরের বামদলের অবসান ঘটিয়ে এবার ক্ষমতা গ্রহণ করল বিজেপি জোট। দুই দশকের বেশি সময় পর এবারই প্রথম নিজেদের দল থেকে কোনো মুখ্যমন্ত্রী পেল ক্ষমতাসীন দল। ২০১৩ সালে ত্রিপুরায় একটিও আসন পায়নি বিজেপি। তবে এবার আইপিএফটির সঙ্গে জোট করে ৬০টি আসনের মধ্যে ৪৩টি আসনই দখল করে নিয়েছে তারা।

অপরদিকে চারবার ভোটে জিতে বামরা এবার বিজেপির কাছে ধরাসায়ী হয়েছে। এবার বামদল ত্রিপুরায় মাত্র ১৬টি আসন পেয়েছে। গত বার তারা সেখানে ৩৩টি আসন জয়লাভ করেছে।

দৈনিকদেশজনতা/ এফ আর

প্রকাশ :মার্চ ৯, ২০১৮ ২:৪৮ অপরাহ্ণ