১১ই এপ্রিল, ২০২৫ ইং | ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:২৯
ব্রেকিং নিউজ

জুমার সময় বায়তুল মোকাররমে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো খবর জানা যায়নি। শুক্রবার জুমার খুৎবার সময় বায়তুল মোকাররমের পূর্বপাশের গেট সংলঘ্ন ওজুখানার পাশে বায়তুল মোকারম মার্কেটে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জিয়াউর রহমান জানান, শুক্রবার দুপুরে জুমার নামাজের ঠিক আগে মার্কেটের পূর্বপাশের একটি গুদামে আগুন লাগে। এতে মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনায় কেউ আহত হননি। আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি জিয়া।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ৯, ২০১৮ ৩:৪৯ অপরাহ্ণ