১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৩

জয় ছাড়া কিছু ভাবছে না ভারত

স্পোর্টস ডেস্ক:

তিন জাতি টি-টোয়েন্টি সিরিজের শুরুটা শুভ হয়নি ভারতের। ওপেনিং ম্যাচে স্বাগতিক শ্রীলংকার কাছে স্রেফ উড়ে গেছে তারা। তবে বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়াতে চান রোহিত-ধাওয়ানরা।

আজ শুরু হচ্ছে বাংলাদেশের নিদাহাস ট্রফির মিশন। সন্ধ্যা সাড়ে ৭টায় পড়শি ভারতের বিপক্ষে লড়বে টাইগাররা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম থেকে সেটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন। লংকা সফরে বাংলাদেশ দলে নেই সাকিব আল হাসান। দলে না থাকলেও টাইগারদের উজ্জীবিত করতে সেখানে অবস্থান করছেন তিনি। তবে বিশ্বসেরা অলরাউন্ডার না থাকলেও প্রতিপক্ষকে খাটো করে দেখছেন না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, উদ্বোধনী ম্যাচে আমাদের ব্যাটসম্যানরা ভালো করেছিল। বোলাররা চেষ্টা করেছে সামর্থ্যের সবটুকু উজাড় করে দিতে। তবে তা আলোর মুখ দেখেনি। মাঝেমধ্যে এ রকমটি হয়। আমাদের বোলিং লাইনআপ বেশ শক্তিশালী। যদিও পরিবেশ-পরিস্থিতি প্রতিকূলে। তবে এ ম্যাচে আমরা ঘুরে দাঁড়াব।এ মুহূর্তে জয় ভিন্ন আমরা কিছু ভাবছি না।

জয় দিয়ে অভিযান শুরু করতে চায় বাংলাদেশও। এ জন্য সেকেলে রেকর্ড ঝেড়ে ফেলে মাঠে ঝাঁপিয়ে পড়তে দলের অভিজ্ঞ-নবীনদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। টাইগারদের আত্মবিশ্বাসে রসদ জোগাচ্ছে প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে পাওয়া ৪১ রানের জয়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৮, ২০১৮ ১:৫০ অপরাহ্ণ