আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের প্রতিরক্ষার জন্য এক বড়সড় ধাক্কা। সমীক্ষা বলছে, ক্রমশ সেনাবাহিনী ছেড়ে বেসরকারি চাকরিতে যুক্ত হচ্ছে জওয়ানরা। গত দু’বছরে এই সংখ্যাটা বেড়েছে বলেই জানা যাচ্ছে। অনেকেই স্বেচ্ছা অবসর নিয়ে নিচ্ছেন বলে জানা যাচ্ছে। রিপোর্ট বলছে গত তিন বছরে অন্তত ২৭,৮৬২ সেনা জওয়ান চাকরি ছেড়েছেন।
রিপোর্টে বলা হয়েছে, ২০১৫ থেকে ২০১৮-র ৩১ জানুয়ারি পর্যন্ত মোট ২৭,৮৬২ জন জওয়ান চাকরি ছেড়েছেন। লোকসভায় এমনই তথ্য পেশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২০১৭ তে ১৪,৫৮৭ জন জওয়ান পদত্যাগ করেছেন। এর মধ্যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের গ্যাজেটেড অফিসারও রয়েছেন। রয়েছেন সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, এসএসবি, সিআইএসএফ ও অসম রাইফেলসের অফিসারেরা। তারা নিজেদের ইচ্ছায় পদত্যাগ করেছেন।
কেবলমাত্র ৩,৪২২ জওয়ান পদত্যাগ করেছেন ২০১৫ তে। ৮,৯১২ জন ২০১৬ তে। সিআরপিএফের মধ্যে এই প্রবণতা সবথেকে বেশি দেখা যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, ১,১৫৬ জন কনস্টেবল ও হেড কনস্টেবলও পদত্যাগ করেছেন।
দৈনিকদেশজনতা/ আই সি