১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৭

রাজধানীতে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

 

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীতে মোটরসাইকেল থেকে পড়ে যাওয়ার পর ট্রাকচাপায় এক নারী নিহত ও তার স্বামী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে শ্যামপুর লাল মসজিদের সামনে ঘটনাটি ঘটে।

নিহত নারীর নাম আফসানা আক্তার (২০) এবং তাঁর স্বামীর নাম আবদুল হাকিম। এই দম্পতির গ্রামের বাড়ি খুলনা জেলার খালিশপুরে। আফসানা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

নিহতের স্বামীর ভাষ্য, বাড্ডার কুড়িল চৌরাস্তা এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন তাঁরা। ভোরে বাসা থেকে মোটরসাইকেলে করে নারায়ণগঞ্জে এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন দুজন। পথে শ্যামপুর লাল মসজিদের সামনে পৌঁছলে মোটরসাইকেলের পেছন থেকে আফসানা হঠাৎ পড়ে যান। তখন একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়।

দুর্ঘটনার পর মুমূর্ষু অবস্থায় আফসানাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৭টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। আফসানার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ৮, ২০১৮ ১:৪২ অপরাহ্ণ