১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৮

তবুও গর্বিত নেইমার

স্পোর্টস ডেস্ক:

নেইমারের ভাগ্যটা বরাবরই এমন। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালের আগে পড়লেন ইনজুরিতে। দল ব্রাজিল দেশের মাটিতে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে বিদায় নিলো। এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল ম্যাচে ইনজুরিতে পড়লেন। ফলাফল দ্বিতীয় লেগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের মাটিতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামা হলো না তাঁর। পিএসজি ২-১ গোলে হেরে বিদায় নিলো।

হারলেও দলের পারফরম্যান্স গর্বিত করছে এই ব্রাজিলিয়ানকে। তিনি এক টুইটে লিখেছেন, ‘অবশ্যই পরাজয়ে আমি কষ্ট পেয়েছি। আরো বেশি কষ্ট পেয়েছি মাঠে থাকতে না পেরে। তবে, দলের সবাই যেভাবে চেষ্টা করেছে, তার জন্য আমি গর্বিত। সবাইকে অভিনন্দন।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৮, ২০১৮ ১১:১৫ পূর্বাহ্ণ