১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ২:৪২

বাসেলের বিপক্ষে হেরেও কোয়ার্টারে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক:

বাসেলের বিপক্ষে দ্বিতীয় লেগে ২-১ গোলের ব্যবধানে হেরেছে পেপ গার্দিওলার ম্যানসিটি। তবে হারলেও প্রথম লেগের ৪-০ ব্যবধানে জয়ে দুই লেগ মিলিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে অ্যাগুয়েরা-জেসুসরা।

চলতি মৌসুমে প্রায় অজেয় সিটি এদিন চ্যাম্পিয়ন লিগে ঘরের মাঠে টানা ১২ ম্যাচ অপরাজিত থাকার পর হার দেখলো। আর ইতিহাদ স্টেডিয়ামে যে কোনো প্রতিযোগিতা মিলিয়ে এক বছরের বেশি সময় তথা ৩৬ ম্যাচ পর হেরেছে দলটি। এদিন খেলার ৮ মিনিটেই অবশ্য এগিয়ে যায় স্বাগতিক সিটি। চলতি বছর শুরুর একাদশে প্রথম নেমেই গোলের দেখা পান গ্যাব্রিয়েল জেসুস। ব্রাজিলিয়ান এ তারকার গোলেই লিড পায় সিটিজেনরা। কিন্তু ১৭ মিনিটে পাল্টা আক্রমণে বাসেলের মোহামেদ এলইউনোউসি গোল করে সফরকারীদের সমতায় ফেরান।

আর দ্বিতীয়ার্ধে ৭১ মিনিটে মাইকেল ল্যাং গোল করলে দ্বিতীয় লেগে হার নিশ্চিত হয় সিটির। তবে প্রথম লেগের স্বস্তির কারণে হাসি মুখে মাঠ ছাড়তে পারে গার্দিওলার শিষ্যরা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৮, ২০১৮ ১০:৪৯ পূর্বাহ্ণ