২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৪২

গণতন্ত্রহীনতা ও বিচারহীনতায় নারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন: সিপিবি

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম বলেছেন, সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ, মুক্তবাজার, মৌলবাদ, ভোগবাদ নারীর মর্যাদা ও অধিকারকে বিপন্ন করছে। গণতন্ত্রহীনতা ও বিচারহীনতায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন নারীরা। গতকাল বুধবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক যৌথ বিবৃতিতে তারা এ কথা বলেন।
বাংলাদেশসহ সারা দুনিয়ার নারী সমাজের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন সিপিবি’র নেতৃবৃন্দ বলেন, মানুষের প্রকৃত অর্থনৈতিক-রাজনৈতিক-সাংস্কৃতিক মুক্তির আন্দোলনের অপরিহার্য অংশ হচ্ছে নারীমুক্তি আন্দোলন। নারীর পূর্ণ স্বাধীনতা ব্যতীত মানবমুক্তির সংগ্রাম সফল হবে না। নারীমুক্তির বিষয়কে অগ্রাহ্য করে সমাজের সামগ্রিক প্রগতি সম্ভব নয়। ফলে সভ্যতার বিনির্মাণে, সমাজপ্রগতির অপরিহার্য অংশ হিসেবেই নারীমুক্তি আন্দোলনকে অগ্রসর করতে হবে। নারীমুক্তির পথ ধরেই মানবমুক্তির পথে অগ্রসর হতে হবে।

এই দুই নেতা বলেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীর ভূমিকা ও অবদানের তাৎপর্যপূর্ণ অগ্রগতি ঘটেছে। কিন্তু এখনো নারীর প্রতি বৈষম্য, শোষণ, নির্যাতন, বঞ্চনা কমেনি বরং অনেক ক্ষেত্রে বেড়েছে। নারীর প্রতি সামগ্রিক নেতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়নি। মিডিয়া, কর্পোরেট ব্যবস্থা নারীকে অবমাননাকরভাবে উপস্থাপন করছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৮, ২০১৮ ১০:৪৭ পূর্বাহ্ণ