১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৯

ইরফান খানের ব্রেন ক্যানসার!

বিনোদন ডেস্ক:

বলিউড তারকা ইরফান খানের বিরল রোগের সন্ধান  মিলেছে। দীর্ঘ ১৫ দিন অসুস্থ থাকার পর ইরফানের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তার এই রোগের সন্ধান করেন।

বর্তমানে ইরফান কোকিলাবেন হাসপাতালেই অবস্থান করছেন। তার চিকিৎসকরা জানান, দুরারোগ্য ব্রেন ক্যান্সারে ভুগছেন ইরফান খানএবং শুরু হয়েছে তার প্রাথমিক চিকিৎসসা।

চিকিৎসকরা জানিয়েছেন, এ ধরনের ক্যান্সার সাধারনত মরনঘাতী হয়ে থাকে,চিকিৎসা বা অপারেশনের মাধ্যমে এর নিরাময় করা সব সময় সম্ভব হয়না।

শিগগিরই উন্নত চিকিৎসার স্বার্থে ব্রেনের এই ক্যান্সারটিকে আরো পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী পদক্ষেপ নিবেন বলেও জানিয়েছেন তারা।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ৭, ২০১৮ ৫:৩৯ অপরাহ্ণ