১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩২

মোদির নামে ‘শ্রী’ ব্যবহার না করায় সাতদিনের বেতন কাটা!

অনলাইন ডেস্ক: 

প্রধানমন্ত্রীর নাম উল্লেখের সময় ‘মাননীয়’ বা ‘শ্রী’ ব্যবহার না করায় সাতদিনের বেতন কেটে নেয়া হলো এক বিএসএফ জওয়ানের। ঘটনাটি ঘটেছে নদিয়ার মাহাতপুরে বিএসএফ-এর ১৫ নম্বর ব্যাটালিয়নের হেড কোয়ার্টারে।

জানা গেছে, গত ২১ ফেব্রুয়ারি রুটিন প্যারেডে অংশ নিয়েছিলেন বিএসএফের এক কনস্টেবল। তার নাম সঞ্জীব কুমার। সেখানে একটি রিপোর্ট দেয়ার সময় তিনি ‘মোদি প্রোগ্রাম’র কথা উল্লেখ করেন।

অভিযোগ, ওই সময় ‘মোদি প্রোগ্রাম’ বলার আগে ‘মাননীয়’ বা ‘শ্রী’ ব্যবহার করেননি সঞ্জীব কুমার। ফলে বিএসএফের ১৫ নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে ওই কনস্টেবলের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে অসম্মানের অভিযোগ আনা হয়।

ওই ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার কমান্ডান্ট অনুপলাল ভগত কনস্টেবল সঞ্জীব কুমারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। বিএসএফ’র ৪০ ধারায় কনস্টেবলের বিরুদ্ধে অবমাননার অভিযোগ আনা হয়। এরপরই ব্যাটালিয়নের সদর দফতর থেকে শাস্তি হিসেবে ওই কনস্টেবলের সাতদিনের বেতন কাটার সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়া হয়।

দৈনিকদেশজনতা/ এফ আর

প্রকাশ :মার্চ ৭, ২০১৮ ৫:২৯ অপরাহ্ণ