১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৯

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে নীল প্যানেল চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক:

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৮-১৯ সেশনের নির্বাচনের জন্য বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) সভাপতি ও সম্পাদক প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কনফারেন্স কক্ষে বিএনপি সমর্থিত জাতীতাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র আইনজীবীদের এক বৈঠকে এ দুই পদে প্রার্থী চূড়ান্ত করা হয়।
সভাপতি হিসেবে অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং সম্পাদক হিসেবে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে নির্বাচন করা হয়। এ তথ্য জানিয়েছেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৭, ২০১৮ ১:২৪ অপরাহ্ণ