১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৭

তারেক রহমানের কারাবন্দি দিবসে ছাত্রদলের দোয়া-মিলাদ

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১২তম কারাবন্দি দিবস উপলক্ষ্যে বুধবার দেশব্যাপী দোয়া ও মিলাদের আয়োজন করেছে ছাত্রদল। এ তথ্য নিশ্চিত করেছেন সংগঠনটির দপ্তর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী ।
এর আগে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ এক বিবৃতিতে বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন এবং জনগণের অধিকার আদায়ে তারেক রহমানের অবদান অনস্বীকার্য। ২০০৭ সালে তিনি অবৈধ অনৈতিক সরকারের সঙ্গে আপোষ করেন নাই বলেই তাকে কারা নির্যাতন সহ্য করতে হয়েছে।
নেতারা আরো বলেন, তারেক রহমানের সাহস দূঢ়চেতা মনোবল এবং জাতীয়তাবাদী রাজনীতির প্রতি তার অবিচল আস্থা ও বিশ্বাস জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের অনুপ্রানিত করছে। এসময় নেতৃদ্বয় ছাত্রদলের সকল ইউনিটকে যথাযথ ভাবে কর্মসূচি পালন করার জন্য অনুরোধ জানান।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৭, ২০১৮ ১:৪৮ অপরাহ্ণ