১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৩

না ফেরার দেশে চলে গেলেন বলিউড অভিনেত্রী শাম্মি

বিনোদন ডেস্ক:

মারা গেলেন প্রবীণ বলিউড অভিনেত্রী শাম্মি। যিনি টেলিভিশনেও কাজ করেছেন। মঙ্গলবার সকালে ইনস্টাগ্রামে অভিনেত্রীর মৃত্যুর খবর জানান ফ্যাশন ডিজাইনার সন্দীপ খোসলা। সামাজিক যোগাযোগের এ মাধ্যমটিতে শাম্মীর একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমরা তোমাকে মিস করব। তুমি সব সময় আমাদের কাছে স্পেশাল শাম্মি  আন্টি।’

পরে বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চনও নিজের টুইটার অ্যাকাউন্টে অভিনেত্রীর মৃত্যুর খবর শেয়ার করেন। তিনি লেখেন, ‘শাম্মি আন্টি দুরন্ত অভিনেত্রী। বলিউড ইন্ডাস্ট্রিতে তার প্রচুর অবদান রয়েছে। প্রিয় পারিবারিক বন্ধু চলে গেলেন। দীর্ঘদিন ধরে ভুগছিলেন। দুঃখজনক, ধীরে ধীরে সবারই চলে যেতে হবে।’

কমেডি চরিত্রে অভিনয়ের জন্য সবার পরিচিত অভিনেত্রী শাম্মি আন্টি। ‘কুলি নাম্বার ওয়ান’, ‘হাম’, ‘গোপী-কিষান’ ও ‘হাম সাথ সাথ হ্যায়’র মতো বহু ছবিতে তিনি অভিনয় করেছেন। এছাড়া টেলিভিশনেও তিনি খুব পরিচিত মুখ। বহু শো করেছেন দুরদর্শনেও।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ৬, ২০১৮ ১:২৭ অপরাহ্ণ