বিনোদন ডেস্ক:
দর্শকপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। ছোট পর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই অভিনেত্রীর এটিএন বাংলায় ‘সোনার শিকল’ ও চ্যানেল আইয়ে ‘হিটিংচট’ শিরোনামের দু’টি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। এছাড়াও চয়নিকা চৌধুরী ও মাহফুজ আহমেদের নির্দেশনায় ‘শ্রাবন সন্ধ্যায়’ শিরোনামের একটি ধারাবাহিকে কাজ করছেন বলে জানান তিনি। ধারাবাহিকের বাইরে একক নাটকেও তার ব্যস্ততা রয়েছে। আসছে ২৬শে মার্চ স্বাধীনতা দিবসের জন্য সাইদুল ইসলাম রাসেলের নির্দেশনায় একটি নাটকে অভিনয় করবেন তিনি।
এটির জন্য আগামী ১২ ও ১৩ই মার্চ সিডিউল দিয়েছেন বলে জানান। ফারিয়া বলেন, আমি আগে প্রতিটি নাটকের স্ক্রীপ্ট পড়ি। স্ক্রীপ্ট পছন্দ হলে তারপর সিডিউল দিয়ে থাকি। অনেকে এটির ব্যতিক্রম। আবার কেউ কেউ আছেন স্পটে গিয়েই স্ক্রীপ্ট পড়েন। অন্যদের চেয়ে আমার কাজের সংখ্যা কম। সেই দিক থেকে আমি কাজের মান ধরে রাখার চেষ্টা করি। সেটির জন্য আমাকে সিডিউল দেওয়ার আগে স্ক্রীপ্ট পড়তে হয়। কাজ কম করার কারণ কি জানতে চাইলে তিনি বলেন, অল্প কাজে কোয়ালিটি ঠিক রাখা যায় বলে আমি মনে করি। বেশি সংখ্যক কাজ করলে অনেক সময় ব্যালেন্স রাখা সম্ভব হয় না। আমি চলতি বছর মাসের ১৫ দিনের বেশি কাজ করছি না। গত বছর প্রচুর কাজ করেছি। বলা যায়, এই বছর সেই কারণে মাসে পনের দিন কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।
কাজের ক্ষেত্রে ফারিয়া কোন বিষয়টিকে প্রাধান্য দিয়ে থাকেন? এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, পরিচালক ও গল্প পছন্দ না হলে তিনি কাজ করছেন না। এই দুটি যখন তার মনের মতো হয় তখনি কাজটি করার জন্য তিনি এগিয়ে যান। ফারিয়া এই সময়ের নাটকের বাজেট ও অন্যান্য বিষয় নিয়েও কথা বলেন। গেলো দুই ঈদে টিভি নাটকে কিছুটা পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, আমাদের আরো পরিবর্তন হওয়া প্রয়োজন। এখন সব কিছু প্রতিযোগিতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। বিশেষ দিবসের বাইরেও সবসময় নাটকের প্রতি নির্মাতাদের যতœবান হওয়া প্রয়োজন।
তবে নাটক নির্মাণের ক্ষেত্রে কিছু প্রতিকূল বিষয় লক্ষ্য করেছেন এই অভিনেত্রী। সেই বিষয়ে তিনি বলেন, আমাদের এখানে নাটকে বাজেটের স্বল্পতা রয়েছে। চ্যানেলের সংখ্যা বেড়েছে। কিন্তু নাটকের বাজেট বাড়েনি। অথচ এই প্রতিকূলতার মধ্যেও নির্মাতারা ভালো নাটক নির্মাণের চেষ্টা করেন। এজন্য তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ছোট পর্দার বাইরে এই অভিনেত্রী বড় পর্দায়ও কাজ করছেন। সম্প্রতি তিনি ‘দেবী’ নামের একটি ছবির শুটিং শেষ করেছেন বলে জানান। এটির ডাবিংও প্রায় শেষের দিকে। এই ছবিতে তিনি নীলু নামের চরিত্রে অভিনয় করেছেন। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে ছবিটি। সরকারি অনুদানের পাশাপাশি ছবিটি প্রযোজনা করছেন জয়া আহসান। এটি পরিচালনা করছেন পরিচালক অনম বিশ্বাস। চলচ্চিত্র নিয়ে এই পর্দাকন্যা তার পরিকল্পনার কথাও প্রকাশ করেন। তিনি বলেন, আমি চলচ্চিত্র বলতে বুঝি ভালো এবং খারাপ চলচ্চিত্র। ভালো চলচ্চিত্রে কাজ করতে আমি সব সময় আগ্রহ প্রকাশ করছি।
আগামীতেও ভালো চলচ্চিত্রে কাজ করতে চাই। এরইমধ্যে আরো কয়েকটি ছবির প্রস্তাব পেয়েছি। কিন্তু সেগুলো আমার মনের মতো হয়নি বলে না করেছি। ‘দেবী’ ছবিটি নিয়ে আমি অনেক আশাবাদি। আমি ছাড়াও চঞ্চল ভাইসহ অনেক জনপ্রিয় শিল্পী এই ছবিতে অভিনয় করছেন। আলাপনের সবশেষে ফারিয়ার কাছে তার বিয়ে সম্পর্কে জানতে চাওয়া হয়। তার সমসাময়িক অনেকে প্রেম করছেন। কেউ আবার বিয়ের পিড়িতে বসেছেন। নববধু সাজে ফারিয়াকে কবে দেখা যাবে? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বিয়ে সৃষ্টিকর্তা নির্ধারণ করেন। তিনি যখন চাইবেন তখনি বিয়ের পিঁড়িতে বসবো। এছাড়া আমার বিয়ের বিষয়টি সম্পূর্ণ মায়ের ওপর নির্ভর করছে। আমার বাবা বেঁচে নেই। মা সব কিছুর দেখাশুনা করেন। তিনি যদি চান, তাহলে চলতি বছরের শেষের দিকে বিয়ে করতে পারি।
দৈনিকদেশজনতা/ আই সি