১২ই জানুয়ারি, ২০২৬ ইং | ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৫:১৩

রাশিয়া বিশ্বকাপের আর ৯৯ দিন

স্পোর্টস ডেস্ক:

রাশিয়ায় ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৯৯ দিন বাকি আছে। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এর পর্দা ওঠার আগে চলছে ক্ষণগণনা। বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর বিশ্বকাপের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন ফুটবলপ্রেমীরা। বিশ্বব্যাপী কোটি কোটি ফুটবল ভক্তদের অপেক্ষা রাত পোহালেই দুই অঙ্কে নেমে আসবে। দিন যত যাচ্ছে, ততই বাড়ছে উত্তেজনা।

আগামী ১৪ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবকে স্বাগত জানাবে রাশিয়া। গ্রুপ ‘এ’-এর ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। এক মাস ব্যাপী ২১তম বিশ্বকাপ আসরের পর্দা নামবে ১৫ জুলাইয়ের ফাইনালের মধ্য দিয়ে। মস্কোর লুজনিকি স্টেডিয়ামে হবে ফাইনাল ম্যাচ।

আসন্ন আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানিকে ‘এফ’ গ্রুপে লড়তে হবে সুইডেন, মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। ‘ডি’ গ্রুপে গতবারের রানার্সআপ আর্জেন্টিনার প্রতিপক্ষ আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া। বাছাইপর্ব থেকে সবার আগে মূলপর্বে নাম লেখানো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল পড়েছে ‘ই’ গ্রুপে। সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়ার বিপক্ষে খেলবেন নেইমার-কুতিনহো-জেসুসরা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৬, ২০১৮ ১২:২৩ অপরাহ্ণ