১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৫

লায়নের জরিমানা

স্পোর্টস ডেস্ক:

আচরণবিধি ভঙ্গের দায়ে অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়নকে জরিমানা করা হয়েছে। ডারবান টেস্টের চতুর্থ দিনের ঘটনা। ডেভিড ওয়ার্নারের থ্রো থেকে বল ধরে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সকে রান আউট করেন লায়ন। এরপর তিনি উইকেটে শুয়ে পড়ে থাকা ডি ভিলিয়ার্সের গায়ে বল ফেলে চলে যান।

খেলোয়াড়ের গায়ে বল ফেলে লায়ন ‘লেভেল-১’ অপরাধ করেছেন। ম্যাচ রেফারি জেফ ক্রো লায়নের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছেন। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

লায়ন দোষ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। অস্ট্রেলিয়ান স্পিনার অবশ্য চতুর্থ দিনের খেলা শেষেই রাতে ডি ভিলিয়ার্সের কাছে গিয়ে ক্ষমা চান। জানান, তিনি ইচ্ছাকৃতভাবে গায়ে বল ফেলেননি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৬, ২০১৮ ১২:২১ অপরাহ্ণ