১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৬

সালাউদ্দিন লাভলুর নাটকে নিলয় ও মম

বিনোদন ডেস্ক:

ঈদের এখনও অনেক দেরি। তবে ঈদ মিশন শুরু হয়ে গেছে ঢাকাই শোবিজ অঙ্গনে। এখন যেমন চলছে ঈদের সিনেমা তৈরি কিংবা মুক্তির প্রস্তুতি। তেমনই নাটকপাড়ায়ও চলছে নাটক নির্মাণের হিড়িক। সম্প্রতি ঈদে প্রচারের লক্ষ্যে নির্মাতা ও অভিনেতা সালাউদ্দিন লাভলু নির্মাণ করলেন বিশেষ টেলিফিল্ম ‘নূপুর বাজে’।

এতে জুটি হয়ে অভিনয় করেছেন টিভি পর্দার দর্শকপ্রিয় তারকা নিলয় আলমগীর ও জাকিয়া বারি মম। নাটকটি প্রসঙ্গে নির্মাতা সালাউদ্দিন লাভলু বলেন, ‘ঈদে প্রচারের জন্য টেলিফিল্মটি নির্মাণ করলাম। এতে নিলয় ও মম দারুণ অভিনয় করেছে। একেবারে চরিত্রের মধ্যে ঢুকে পড়েছিল তারা। আশা করি, নাটকটি দর্শকদের ভালো লাগবে।’

নাটকটি প্রসঙ্গে মম বলেন, ‘সালাউদ্দিন লাভলু ভাইয়ের সঙ্গে কাজ করা মানেই ভালো কিছুর অপেক্ষা। তিনি যেমন ভালো অভিনেতা তেমনি ভালো নির্মাতাও। এ নাটকে সুন্দর একটি গল্প পাবেন দর্শক। সেই সঙ্গে আমার আর নিলয়ের রসায়নও দেখতে পাবেন।’ নিলয় বলেন, ‘এর আগেও লাভলু ভাইয়ের নাটকে কাজ করেছি। তার সঙ্গে কাজ করে বেশ তৃপ্ত থাকা যায়। এজন্য অবশ্যই ভালো কিছু হবে। টেলিফিল্মটি যদি ঈদে প্রচার হয় তা হলে দর্শকদের বাড়তি আনন্দের কারণ হবে।’ টেলিফিল্মটি কোন চ্যানেলে প্রচার হবে সেটি এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন নির্মাতা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৬, ২০১৮ ১২:১৫ অপরাহ্ণ