১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০২

ভারতকে ফেবারিট বলছেন হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক:

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ নিদাহাস ট্রফিতে ভারতকে ফেবারিট মনে করছেন শ্রীলঙ্কার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। টুর্নামেন্টের তৃতীয় দল বাংলাদেশের চেয়ে শ্রীলঙ্কা মানসিকভাবে কিছুটা এগিয়ে থাকবে বলে জানিয়েছেন তিনি। টুর্নামেন্টে তিন দলই খেলবে তাদের নিয়মিত অধিনায়ককে ছাড়া! ভারত অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে। বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ও শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস চোটের কারণে খেলতে পারবেন না। তিন দলেরই দায়িত্ব ভারপ্রাপ্ত অধিনায়কের কাঁধে।
কোহলির পাশাপাশি মহেন্দ্র সিং ধোনিও টুর্নামেন্ট থেকে বিশ্রাম নিয়েছেন। নেই ভুবনেশ্বর কুমার, জাসপ্রীত বুমরাহর মতো বোলারও। তবুও রোহিত শর্মার দলকেই এগিয়ে রাখছেন হাথুরুসিংহে। এর অবশ্য কারণও আছে। ভারতের বিপক্ষে শেষ সাতটি টি-টোয়েন্টি ম্যাচেই হেরেছে শ্রীলঙ্কা। ভারত আছে র‍্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে, শ্রীলঙ্কা অষ্টম স্থানে।
আর বাংলাদেশ থেকে কিছুদিন আগেই ত্রিদেশীয় সিরিজ এবং টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ জিতে গেছে শ্রীলঙ্কা। তাই তামিম-মাহমুদউল্লাহদের চেয়ে নিজের দলকে মানসিকভাবে এগিয়ে রাখছেন লঙ্কান কোচ।
সোমবার কলম্বোয় সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেছেন, ‘আপনি যদি র‍্যাঙ্কিংয়ের দিকে তাকান, এই টুর্নামেন্টে ভারত সবার ওপরে। তারা সব সময় অন্য দলগুলোর চেয়ে এগিয়ে থেকে শুরু করে। ভারতের হয়ে যে-ই খেলুক না ক েন, তারা এখনো খুবই শক্তিশালী দল।’‘আমাদের শুরুটা ভালো করতে হবে, কারণ সম্প্রতি দেশের মাটিতে আমরা ভালো করতে পারিনি। আর বাংলাদেশের বিপক্ষে শেষ সিরিজের কারণে তাদের চেয়ে আমরা মানসিকভাবে কিছুটা এগিয়ে থাকব’- বলেন বাংলাদেশের প্রাক্তন কোচ।
মঙ্গলবার ভারত-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নিদাহাস ট্রফি। ১৮ মার্চের ফাইনালের আগে প্রত্যেক দল খেলবে চারটি করে ম্যাচ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৬, ২০১৮ ১১:৫২ পূর্বাহ্ণ