১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২১

বুয়েটের ৩ ছাত্রীর অভিযোগ নিষ্পত্তি

নিজস্ব প্রতিবেদক :

ইভটিজিংয়ের অভিযোগকারী ৩ ছাত্রীকে দেয়া শাস্তি প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। একই সঙ্গে বুয়েটের বিরুদ্ধে হাইকোর্টে করা রিট মামলাও প্রত্যাহার করে নিয়েছেন ওই তিন ছাত্রী।
সোমবার বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি একেএম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিষয়টি নিষ্পত্তি করে দেন।
আদালত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সতর্ক করে রায়ে বলেন, ওই তিন ছাত্রীর বিরুদ্ধে ওই কথিত শাস্তি কোনো সময় রেফারেন্স হিসেবে ব্যবহার করা যাবে না। আদালতে তিন শিক্ষকের পক্ষে আইনজীবী ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এএফ হাসান আরিফ এবং তিন শিক্ষার্থীর পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন।
ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন জানান, বুয়েটের তিন শিক্ষক লিখিতভাবে হলফনামা দিয়ে বলেছেন, তিন ছাত্রীকে দেয়া শাস্তি প্রত্যাহার করা হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ৬, ২০১৮ ১১:৫৩ পূর্বাহ্ণ