১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১০

অস্কারে শ্রীদেবীকে স্মরণ

বিনোদন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে স্থানীয় বাংলাদেশ সময় গত সোমবার ভোরে শুরু হয় অস্কারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সদ্যপ্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীকে স্মরণ করা হয় অস্কার মঞ্চে। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯০তম আসরের ‘ইন মেমোরিয়াম’সেগমেন্টে দেখানো হল তার স্থিরচিত্র। এ সময় সংগীত পরিবেশন করছিলেন রক ব্যান্ড পার্ল জ্যামের সদস্য এডি ভেডার।
 শুধু শ্রীদেবী নন, বলিউড অভিনেতা শশী কাপুরকেও স্মরণ করেছে এবারের অস্কার। ‘ইন মেমোরিয়াম’-এ তার স্থিরচিত্রও দেখানো হয়। অস্কারের প্রত্যেক আসরে বিশ্বজুড়ে চলচ্চিত্র দুনিয়ায় অসামান্য অবদান রেখেছেন এমন প্রয়াত শিল্পীদের স্মরণ করা হয়। এবার সব মিলিয়ে ৫১ জন প্রয়াত শিল্পীকে ‘ট্রিবিউট’ জানানো হয়েছে। শশী কাপুর ও  শ্রীদেবীকে অস্কারে শ্রদ্ধা জানানোর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলিউড তারকারা শেয়ার করেছেন। ঋষি কাপুর, বিদ্যা বালান, অর্জুন রামপাল, সোফিয়া চৌধুরীরাও টুইট করেছেন।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :মার্চ ৬, ২০১৮ ১১:৪৫ পূর্বাহ্ণ