১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৬

হাসপাতালে সোনিয়া

বিনোদন ডেস্ক:

শ্বাসকষ্টে ভুগছেন উপস্থাপক ও অভিনেত্রী সোনিয়া হোসেন। গতকাল রোববার দিবাগত রাতে অসুস্থ হয়ে পড়েন তিনি। আজ সোমবার সকালে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে।

এখন সুস্থবোধ করছেন বলে জানিয়েছেন সোনিয়া। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে আমার অ্যাজমার সমস্যা রয়েছে। কাল রাতে হঠাৎ করে বেশি অসুস্থ হয়ে পড়ি। আম্মু রাতেই হাসপাতালে আমাকে নিতে চেয়েছিলেন। আমি রাজি হইনি। সকালে হাসপাতালে ভর্তি হয়েছি। এখন কিছুটা ভালো লাগছে। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমাকে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে।’ সোনিয়া এখন উপস্থাপনা করেই ব্যস্ত সময় পার করছেন। সুস্থ হওয়ার পর আবারও শুটিংয়ে ফিরবেন বলে জানান তিনি।

সোনিয়া হোসেন ২০০৩ সালে ‘ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, তিনি সেরা পাঁচের মধ্যে ছিলেন। এরপর মডেলিং ও অভিনয় শুরু করেন। ২০০৫ সালে গিয়াস উদ্দীন সেলিম পরিচালিত ‘প্রেমে পড়ার গল্প’ শিরোনামে প্রথম নাটকে অভিনয় করেন তিনি। তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হলো ‘চান্দের গাড়ি’, ‘উচ্চতর পদার্থবিজ্ঞান’, ‘কাছে দূরে’, ‘এসো ভুল করি’ ইত্যাদি। নাটক ছাড়া চলচ্চিত্রেও অভিনয় করেছেন সোনিয়া। আলভী আহমেদ পরিচালিত ‘ইউটার্ন’ ছবিটিতে শিপনের বিপরীতে অভিনয় করেন তিনি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৬, ২০১৮ ৯:৫৬ পূর্বাহ্ণ