১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৩

আবারও শুরু হচ্ছে নায়ক ছবির শুটিং

বিনোদন ডেস্ক:

১২ মার্চ থেকে শুরু হবে ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’ ছবির দ্বিতীয় লটের শুটিং। এবারের লটে টানা শুটিং করে ছবির সব দৃশ্যের কাজ শেষ করা হবে বলে পরিচালক জানিয়েছেন।

এ ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করছেন অধরা খান। নায়ক হিসেবে রয়েছেন বাপ্পি চৌধুরী। ১০ জানুয়ারি থেকে এফডিসিতে ছবির প্রথম লটের শুটিং শুরু হয়। এরপর দেশের আরও কয়েকটি লোকেশনে ছবির শুটিং করে প্রথম লটের কাজ শেষ হয়। এবার শুরু হচ্ছে দ্বিতীয় লটের কাজ।

এ ছবিতে অভিনয় প্রসঙ্গে অধরা বলেন, ‘খুব সুন্দরভাবে প্রথম লটের শুটিং শেষ করেছি। এবার শুরু করব দ্বিতীয় লটের কাজ। এরই মধ্যে পরিচালক আমাকে শুটিংয়ের তারিখও জানিয়েছেন। ইস্পাহানি আরিফ জাহান ইন্ডাস্ট্রিতে একটি ব্র্যান্ড। তাদের মতো বড় নির্মাতাদের সঙ্গে কাজ করতে পারা নিজের জন্য সৌভাগ্য বলে মনে করি। ছবির গল্পে আমার চরিত্র ও রসায়নের যে বিন্যাস তা পর্দায় দর্শকের মন ছুঁয়ে যাবে।’

পরিচালক জানান, দ্বিতীয় লটের কাজ শেষে গানের শুটিংয়ের প্রস্তুতি নেবেন। এপ্রিলের মধ্যেই গানের কাজ করা হবে বলে জানান তিনি। যাদুকাঠি মিডিয়া প্রযোজিত এ ছবির কাহিনী লিখেছেন দেলোয়ার হোসেন দিল।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

বিনোদন ডেস্ক:

প্রকাশ :মার্চ ৫, ২০১৮ ৮:৩৫ অপরাহ্ণ