১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৪

গোলাপগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নবম শ্রেনীর ছাত্র নিহত

 গোলাপগঞ্জ (সিলেট) প্রতিবেদক:

গোলাপগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল নবম শ্রেনীর ছাত্র আসিফের (১৬)।সমবার (৫ মার্চ) দুপুর ১২ টার সময় উপজেলার সুনামপুর পল্লীবিদ্যুৎ সাবষ্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে।

জানা যায় নিহত আসিফ আহমদ ভাদেশ্বর ইউপির মাইজভাগ গ্রামের মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র ও ভাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণীর ছাত্র ।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায য়ে, সোমবার দুপুরে আসিফ মোটরসাইকেল যোগে ভাদেশ্বর থেকে চন্দরপুরে যাওয়ার সময় নোহার সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনার মারাত্বক আঘাত পায় । স্থানীয় জনতা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মৃত্যু বরণ করে।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (প্রশাসন) একেএম ফজলুল হক শিবলী দৈনিক আমার বাংলাদেশকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ৫, ২০১৮ ৯:১৪ অপরাহ্ণ