১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৮

ওমর সানী হাসপাতালে

বিনোদন ডেস্ক:

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ওমর সানী অসুস্থ হয়ে আজ বিকালে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। এরপর শারীরিক চেকআপের পর কর্তব্যরত ডাক্তার তাকে হাসপাতালে ভর্তি হতে বলেন। তিনি দুপুরের পর পর বুকে ব্যথা অনুভব করলে তাকে পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালে নিয়ে আসেন।

ওমর সানীর সহকারী মোহাম্মদ আলী হোসেন বলেন, ওমর সানী ভাই বুকে ব্যথা অনুভব করার পর আজ বিকালে ডাক্তারের নিকট আসেন এবং ডাক্তার শাহাবুদ্দিন সাহেবের পরামর্শে তিনি শারীরিক চেক আপ করেন। এরপর জানা যায় তার হার্টে ব্লক ধরা পড়েছে এবং ডাক্তার তাকে তিনটি রিং পরানোর পরামর্শ দিয়েছেন। আজ রাতেই তাকে রিং পরানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন।

তবে তিনি শঙ্কামুক্ত। আরো কিছু প্রয়োজনীয় রিপোর্ট হাতে আসার পর তার হার্টে রিং পরানো হবে। সানী ভাই ও মৌসুমী আপা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। জানা যায়, হাসপাতালে ওমর সানীর পাশে তার স্ত্রী মৌসুমী এবং পরিবারের অন্য সদস্যরা রয়েছেন।

দৈনিকদেশজনতা/ এফ আর

প্রকাশ :মার্চ ৫, ২০১৮ ৮:২০ অপরাহ্ণ