১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০২

আইকন লেডি হিসেবে পূর্ণিমা

বিনোদন ডেস্ক:

এই মুহূর্তে চলচ্চিত্রে অভিনয় থেকে কিছুটা দূরে আছেন তিনি। তবে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন। বলছিলাম দেশের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমার কথা। আরটিভিতে ‘এবং পূর্ণিমা’ নামের সেই সেলিব্রেটি অনুষ্ঠান উপস্থাপনা করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজন করা হয়েছে দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক উৎসব ‘কনসার্ট ফর উইমেন’।কনসার্ট ফর উইমেনে সঙ্গীত পরিবেশন করবে এলআরবি, তাহসান, ন্যান্সি, ইমরান, মিনার ও বন্দনা। নারীদের জন্য আয়োজিত এ অনুষ্ঠানে ‘আইকন লেডি’ হিসেবে উপস্থিত থাকবেন পূর্ণিমা।

এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘অনুষ্ঠানটি নারীদের জন্য বিশেষভাবে আয়োজন করা হয়েছে। এমন একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে ভালো লাগা কাজ করবে। অনুষ্ঠানের যারা আয়োজক, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’ চলচ্চিত্রের ব্যাপারে জানতে চাইলে পূর্ণিমা বলেন, ‘আমি ভালো ছবির মাধ্যমেই কামব্যাক করতে চাই। গতানুগতিক ধারার কাজ করতে চাইছি না। এখন যে কাজ করতে চাই, তাতে ধামাকা থাকতে হবে। আমার চরিত্রের গুরুত্ব থাকতে হবে।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৫, ২০১৮ ১২:২৪ অপরাহ্ণ