১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৯

আফগানিস্তানকে হারিয়ে স্কটল্যান্ডের চমক

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপ খেলার স্বপ্নে বিভোর আফগানিস্তান। ২০১৯ বিশ্বকাপের শেষ দুটি টিকিটের একটি কাটতে চাইছে তারা। কিন্তু রবিবার বাছাইপর্বে গ্রুপের প্রথম ম্যাচেই ধাক্কা খেল দলটি। স্কটল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে বসেছে আফগানিস্তান। গ্রুপের অন্য ম্যাচে নেপালের বিপক্ষে বড় জয় দিয়ে শুভ সূচনা করেছে জিম্বাবুয়ে। বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম দিন চমকে দিয়েছেন স্কটল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যান ক্যালাম ম্যাক্লাউড। দারুণ এক সেঞ্চুরি করে প্রায় একাই হারিয়ে দিয়েছেন আফগানিস্তানকে।

বুলাওয়ায়ো অ্যাথলেটিক ক্লাব মাঠে রবিবার টস হেরে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৪ বলে ২৫৫ রানে গুটিয়ে যায় আফগানিস্তানের ইনিংস। জবাবে ১৬ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় স্কটল্যান্ড। ৭১ রানে প্রথম চার ব্যাটসম্যানকে হারানো আফগানিস্তান আড়াইশ ছাড়ায় মোহাম্মদ নবি ও নাজিবুল্লাহ জাদরানের ব্যাটে। দুই জনে পঞ্চম উইকেটে গড়েন ১৪৯ রানের জুটি।

রান আউট হওয়ার আগে ৮২ বলে ৭টি চার ও তিনটি ছক্কায় ৯২ রান করেন নবি। নাজিবুল্লাহ ফিরেন ৬৯ বলে ৬৭ রান করে। স্কটল্যান্ডের ব্র্যাড হুইল ও রিচি রেরিংটন নেন তিনটি করে উইকেট। রান তাড়ায় শুরুটা ভালো হয়নি স্কটল্যান্ডের। মুজিব উর রহমান ২১ রানের মধ্যে ফিরিয়ে দেন দুই ওপেনারকে। আফগানিস্তানের বিপক্ষে আগের ছয় ইনিংসে চারবার শূন্য রানে ফিরেন ম্যাকলয়েড। একবারও যেতে পারেননি দুই অঙ্কে। এবার পেলেন ওয়ানডেতে নিজের ষষ্ঠ সেঞ্চুরি।

তৃতীয় উইকেটে বেরিংটনের সঙ্গে ম্যাকলয়েডের ২০৮ রানের জুটি গড়ে দেয় ম্যাচের ভাগ্য। বেরিংটনকে ফিরিয়ে জুটি ভাঙেন রশিদ খান। তবে ম্যাচে তার কোনো প্রভাবই পড়েনি। জর্জ মুনজিকে নিয়ে বাকিটা শেষ করেন ম্যাকলয়েড। ম্যাচ সেরা এই ব্যাটসম্যান ১৪৬ বলে ২৩টি চার ও একটি ছক্কায় করেন অপরাজিত ১৫৭ রান। আফগানিস্তানের অফ স্পিনার মুজিব ২ উইকেট নেন ৪৭ রানে। বাংলাদেশের রাজিন সালেহকে পেছনে ফেলে সবচেয়ে কম বয়সে দেশকে নেতৃত্ব দেয়ার রেকর্ড গড়া রশিদ টসের সময় ভাগ্যকে পাশে পাননি। ব্যাটিংয়ে পান গোল্ডেন ডাকের স্বাদ। খরুচে বোলিংয়ে এই লেগ স্পিনার ৬৮ রানে নেন এক উইকেট। নেতৃত্বের অভিষেকের দিনটি বাজে কাটল তার।

গ্রুপের অন্য ম্যাচে ব্রেন্ডন টেলর ও সিকান্দার রাজার জোড়া সেঞ্চুরিতে ৩৮০ রানের পাহাড় গড়ে জিম্বাবুয়ে। ৯০ বলে সেঞ্চুরি করা টেলর এক প্রান্ত ধরে রেখেছেন, তবে আসল কাজটা করেছেন রাজা। ৫৯ বলে সেঞ্চুরি করা রাজা ৬৬ বলে ১২৩ রান করে আউট হয়েছেন। তার আগেই ৭ চার ও ৯ ছক্কা মারা হয়ে গেছে তাঁর। জবাবে ২৬৪ রানে থেমেছে নেপাল।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৫, ২০১৮ ১১:২৩ পূর্বাহ্ণ