১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৫

ইউরোপের গাড়িতে কর আরোপের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক:

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ থেকে আমদানি করা গাড়িতে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি শনিবার বলেছেন, ইউরোপ যদি স্টিল ও অ্যালুমিনিয়ামে শুল্ক আরোপের পাল্টা পদক্ষেপ নেয় তাহলে তিনি গাড়ি আমদানিতে শুল্ক বসাবেন।  এক টুইটার বার্তায় ট্রাম্প লিখেছেন, ইইউ ইতোমধ্যেই মার্কিন পণ্যের ওপর অনেক বেশি শুল্ক আরোপ করে বাণিজ্যে বাধার সৃষ্টি করেছে। এরপর যদি করে তাহলে আমরাও গাড়ির ওপর শুল্ক বসাবো। খবর সিএনএন ও রয়টার্সের
স্টিল ও অ্যালুমিনিয়ামে ট্রাম্পের চড়া আমদানি শুল্ক বসানোর প্রস্তাবের পাল্টা হিসেবে মার্কিন মোটরসাইকেলের উপর শুল্ক বসানোর চিন্তা করছে ইউরোপীয় ইউনিয়ন। একইসঙ্গে মার্কিন ব্র্যান্ডের জিন্সসহ ট্রাম্পের দেশ থেকে আসা ৩৫০ কোটি ডলারের পণ্যের উপরে ২৫ ভাগ আমদানি শুল্ক বসাতে পারে। ইউরোপীয় কমিশনের প্রধান জ্যঁ ক্লদ জাঙ্কার হুঁশিয়ারি দিয়েছেন, শুল্কের আঁঁচ ইউরোপের গায়ে লাগলে হাত গুটিয়ে বসে থাকব না আমরাও। তার আশংকা, এতে সারা বিশ্বেই ধাক্কা খাবে শিল্প। চাকরি হারাবেন বহু মানুষ।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :মার্চ ৫, ২০১৮ ১১:২২ পূর্বাহ্ণ