২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:১১

অস্ত্রোপচারের পর বাড়িতে নেইমার

স্পোর্টস ডেস্ক:

মার্সেইয়ের বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন পিএসজি দলের সেরা তারকা নেইমার। পরে পরীক্ষা করার পর জানা গেল ডান পায়ের গোড়ালিতে ব্যাথা পান তিনি এবং ভাঙে পায়ের পাতার পঞ্চম মেটাটারসাল হাড়। আসন্ন রাশিয়া বিশ্বকাপে যেন খেলা নিয়ে যেন শঙ্কা না থাকে সেই জন্য অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন নেইমার এবং ব্রাজিল ফুটবল ফেডারেশন।

শনিবার রাতে নেই মারের অস্ত্রোপচার সফল হয়। অস্ত্রোপচারে ছিলেন ব্রাজিলের ডাক্তার রদ্রিগো লাসমার ও তার সঙ্গে ছিলেন পিএসজির ডাক্তার অধ্যাপক সাইল্যান্ট। গতকাল অস্ত্রোপচারের পর নেইমারকে রাখা হয়েছিলো পোস্ট অপারেটিভ কেন্দ্রে। সেখান থেকে রবিবার ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাড়িতে নিয়ে আনা হয় ব্রাজিলীয় এই তারকাকে। রবিবার সকালে হাসপাতাল থেকে রিলিজ পেয়ে একটি প্রাইভেট জেট বিমানে করে তার নিজের শহর মানগারাতিবাতে যান নেইমার।

রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ ১৭ জুন সুইৎজারল্যান্ডের সঙ্গে। মাঝে থাকছে সাড়ে তিন মাস মতো সময়। বিশেষজ্ঞরা বলছেন, নিজের সেরা ছন্দে আসতে গেলে বিশ্বকাপের অন্তত এক মাস আগে সুস্থ হয়ে উঠতে হবে নেইমারকে। অর্থাৎ, তাঁকে সম্পূর্ণ সেরে উঠতেই হবে দুই থেকে আড়াই মাসের মধ্যে। প্রাথমিক ভাবে আশঙ্কা তৈরি হলেও সফল অস্ত্রোপচারের পরে ব্রাজিলের ডাক্তাররা তাকে নিয়ে আশাবাদী।

অবশ্য নেইমারকে অস্ত্রোপচার করা ডাক্তার রদ্রিগো লাসমার মতে, নেইমারের পূর্ণ সুস্থ হতে লাগবে প্রায় তিন মাস।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৫, ২০১৮ ১০:১৯ পূর্বাহ্ণ