২৩শে জানুয়ারি, ২০২৫ ইং | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১০:৫২

প্রধানমন্ত্রীর চারপাশে এখনও পাকিস্তানি প্রেতাত্মা: সুলতানা কামাল

নিজস্ব প্রতিবেদক:

মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেছেন, প্রধানমন্ত্রীর চারপাশে এখনও পাকিস্তানি প্রেতাত্মারা রয়ে গেছে, যারা তাকে লক্ষ্যচ্যুত করতে প্রস্তুত। রোববার বিকেলে শাহবাগে জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগ দিয়ে সুলতানা কামাল এসব কথা বলেন।
সুলতানা কামাল বলেন, মুক্তমনাদের হত্যার বিচার না হওয়ায় এখন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল আক্রান্ত হয়েছেন। আর এর জন্য প্রধানমন্ত্রীর আশপাশের ‘কিছু মানুষ’ দায়ী। তিনি বলেন, দীর্ঘদিন ধরে তাদের প্রতি নতজানু হওয়ার ফলে, তাদের অন্যায়ের কোনো বিচার না হওয়ার ফলে, তারা যে হত্যাকান্ড ঘটিয়েছে সেটার বিচার না হওয়ার ফলে জাফর ইকবালের মতো অত্যন্ত সৎ, নিরপেক্ষ মানুষকে হত্যার চেষ্টা করা হয়েছে। যারা এটা করেছে তাদের খুঁজে বের করা হোক। আর যদি না হয়, তাহলে আরও অনেক অনেক হত্যাচেষ্টা ও হত্যাকান্ড আমাদের দেখতে হবে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে অভিজিৎ রায়, অনন্ত বিজয় দাশ, নীলাদ্রি চট্টোপাধ্যায় নীলয়, ওয়াশিকুর বাবুসহ অনেক লেখক-ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট, অধিকারকর্মী ও ভিন্ন মতাবলম্বী খুন হলেও তার একটিরও বিচার হয়নি। আজকে আমাদের দাবি থাকবে, আর কোনো হত্যাকান্ড ঘটবে না এবং যে হত্যাকান্ড হয়েছে, প্রত্যেকটি ঘটনা বিচারের আওতায় নিয়ে আসা হবে। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, আমাদের ভাবনায় ছিল না প্রগতিশীল আন্দোলনের অন্যতম অভিভাবক জাফর ইকবাল আক্রান্ত হবেন, তার জন্য আমাদের দাঁড়াতে হবে। কারণ জাফর ইকবালই বরং আমরা যখন আক্রান্ত হয়েছি তখন পাশে দাঁড়িয়েছেন, কথা বলেছেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৫, ২০১৮ ১০:২২ পূর্বাহ্ণ