১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০০

ঢাকা লিগে মোহাম্মদ আশরাফুলের দ্বিতীয় সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক:

তিন বছরের নিষেধাজ্ঞা কাটানোর পর গত বছরই ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন  আশরাফুল। চলতি বছর আগস্টেই কেটে যাবে তার ওপর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের নিষেধাজ্ঞাও। এর মধ্যে অনেকবারই জানিয়ে আবারও বাংলাদেশ দলের হয়ে মাঠে নামতে মরিয়া এই তারকা। তাই নিজেকে তৈরি করতে খেলছে ঢাকা লিগ। এবার লিগে দেখা পেলেন নিজের দ্বিতীয় সেঞ্চুরির। শুধু সেঞ্চুরিই করেননি, দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন এই ব্যাটসম্যান।

সাভারের বিকেএসপিতে টস হেরে ব্যাট করতে নেমে অগ্রণী ব্যাংককে ভালো শুরু এনে দেন দুই ওপেনার আজমির আহমেদ ও শাহরিয়ার নাফিস। দুইজনে মিলে গড়েন ১২৮ রানের জুটি। আজমির আহমেদ ৫৮ রানে বিদায় নিলে দ্রুত উইকেট হারাতে থাকে দলটি।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিদায় নেন কলাবাগানের ওপেনার জসীমউদ্দিন। তবে দ্বিতীয় উইকেটে তাসমুলকে সঙ্গে নিয়ে ১৯৯ রানের জুটি গড়েন আশরাফুল। তাসমুল ১০৬ রান করে ফিরলেও আশরাফুল ১০২ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ১৩৬ বলে ১০ চারে এ ইনিংসটি খেলেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক।

এর আগে ঢাকা প্রিমিয়ার লিগের তৃতীয় ম্যাচে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে সেঞ্চুরি করেন। তবে ওই ম্যাচে লিটন দাস অপরাজিত ১৪৩ রানের ইনিংস খেললে হারের স্বাদ পায় আশরাফুলের দল।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ৪, ২০১৮ ৬:৪৪ অপরাহ্ণ