নাহিদ হোসেন, নাটোর প্রতিনিধি:
নাটোর বড়াইগ্রামের জোয়াড়ি কাটাশকোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রবিবার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পড়া-লেখা উৎসব অনুষ্ঠিত হয়েছে। খেলার মাধ্যমে শিশুদের পড়ার প্রতি আগ্রহী করে তোলা ও মানসিক বিকাশ ঘটাতে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা রুম টু রিডের সহায়তায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এই আয়োজন করে।
সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জহুরুল ইসলাম অনুষ্ঠানটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শামীমা বেগম, রুম টু রিডের লিটারেসী কোচ আলমগীর কবির, লাইব্রেরী ম্যানেজমেন্ট ফ্যাসিলিটেটর সপ্তকা বিশ্বাস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও শিক্ষার্থীরা। সংস্থার ফিল্ড ম্যানেজার মো. জয়নাল আবেদিন জানান, রুম টু রিডের সহযোগিতায় এই উপজেলার ৪৮টি বিদ্যালয়ে এ ক্রীড়া প্রতিযোগিতা ও পড়া-লেখা উৎসবের আয়োজন করা হয়েছে।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

