১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৯

সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফটিক

নাহিদ হোসেন,নাটোর প্রতিনিধি :

নাটোরের সিংড়া উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে বর্তমান কমিটির ১নং যুগ্ম সম্পাদক ইবরাহিম খলিল ফটিককে। নাটোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ আমিনুল হক সাক্ষরিত এক চিঠিতে ইবরাহিম খলিল ফটিককে এই দায়িত্ব দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শামীম আল-রাজী মৃত্যুবরণ করায় ওই কমিটির ১নং যুগ্ম সম্পাদক ইবরাহিম খলিল ফটিককে উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হলো।
এ সময় উপস্থিত ছিলেন, নাটোর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সিংড়ার সাবেক সাংসদ অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, সিংড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন শাখা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তায়েজুল ইসলাম।

প্রসঙ্গতঃ গত বছরের নভেম্বরে এ্যাডঃ মজিবুর রহমান মন্টুকে সভাপতি এবং শামীম আল-রাজীকে সাধারণ সম্পাদক করে উপজেলা বিএনপি’র কমিটি গঠিত হয়। এ বছরের ৭ই জানুয়ারী হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে মারা যান শামীম।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ৪, ২০১৮ ৬:০৩ অপরাহ্ণ