১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৩

নর্থ বেঙ্গল সুগার মিলে মৌসুমের আখ মাড়াই সমাপ্তি

নাহিদ হোসেন, নাটোর প্রতিনিধিঃ

১লাখ ৬৪ হাজার ৪শ ২৩ মে.টন আখমাড়াই শেষে ১১ হাজার ২শ ২৯ মে.টন চিনি উৎপাদন করে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলের ২০১৭-১৮ আখ মাড়াই মৌসুমের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। শনিবার সন্ধায় চিনি প্রক্রিয়াকরণ সম্পন্ন হয়। এর আগে বৃহস্পতিবার সকালে চিনিকলটি আখমাড়াই কার্যক্রম বন্ধ করে।
নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মিজানুর রহমান জানান, ২লাখ ৬শ মে.টন আখ মাড়াই করে ১৫ হাজার ৪৫ মে.টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে গত বছর নভেম্বর মাসে চিনিকলটি ২০১৭-১৮ আখমাড়াই মৌসুম শুরু করে। চিনি আহরণের হার ধরা হয়েছিল সাড়ে ৭%। ১০৪ কার্য দিবসে ১লাখ ৬৪ হাজার ৪শ ২৩ মে.টন আখমাড়াই করে শনিবার ১১ হাজার ২শ ২৯ মে.টন চিনি উৎপাদন করতে সক্ষম হয়। এ বছর চিনি আহরণের হার ছিল শতকরা ৬.৮৩ ভাগ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ৪, ২০১৮ ৫:৫৪ অপরাহ্ণ