১৭ই এপ্রিল, ২০২৫ ইং | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৭:৪১
ব্রেকিং নিউজ

লালপুরে পরিবার পরিকল্পনা কর্মীদের মাঝে ট্যাব বিতরণ

 

নাহিদ হোসেন, নাটোর প্রতিনিধিঃ

ইউএসআইডি আমেরিকার জনগণের পক্ষ থেকে রবিবার নাটোরের লালপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের ১শ জন মাঠ কর্মীর মাঝে ট্যাব বিতরণ এবং ৫দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। ই-এমআইএস প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবীন কুমার প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. জাকির হোসেন, আই সি ডি আর বি এর প্রোগ্রাম ম্যানেজার কো-অর্ডিনেশন ডা. রেজা আলী রুমী, প্রোগ্রাম ম্যানেজার কো-অর্ডিনেশন ডা. ত্বাহা মানসুরুল হক প্রমুখ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ৪, ২০১৮ ৫:৫০ অপরাহ্ণ