স্পোর্টস ডেস্ক:
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ১১তম আসরের পর্দা উঠবে এপ্রিলের শুরু থেকে। ইতিমধ্যে প্রতিটি দলই তাদের দল গুছিয়ে নিয়েছে। কিন্তু শারুখের দল কলকাতার অধিনায়ক নির্বাচন নিয়ে ছিলো নানা গুঞ্জন। গৌতম গম্ভীর দল ছাড়ার পর থেকেই চলছিল জল্পনা। সব আলোচনা কাটিয়ে রবিবার সকালে একাদশ আসরের অধিনায়ক নির্বাচিত হলেন দীনেশ কার্তিক। আর সহ-অধিনায়ক নির্বাচিত হলেন, রবিন উথাপ্পা।
২০০৮ সালে আইপিএলের শুরু থেকেই খেলছেন দীনেশ কার্তিক। তাছাড়া পাঁচটি ভিন্ন দল দিল্লি ডেয়ারডেভিলস, রাজস্থান, মুম্বাই ইন্ডিয়ানস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং গুজরাটে খেলার অভিজ্ঞতা আছে তার। দীনিশের দায়িত্ব পাওয়ার বিষয়ে সহকারী কোচ সাইমন ক্যাটিচ স্টার স্পোর্টসকে বলেন, ‘দীনেশ ১০ বছর হয়েছে আইপিএলে যোগ দিয়েছেন। টি-টোয়েন্টি টুর্নামেন্টে অধিনায়ক হিসেবেও বেশ ভালো তিনি।’
উল্লেখ্য, এই আসরে উদ্বোধনী ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে। দ্বিতীয় ম্যাচে দিল্লীর মুখোমুখি পাঞ্জাব। ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে টুর্নামেন্টটির পর্দা নামবে আগামী ২৭ মে।
দৈনিকদেশজনতা/ আই সি