১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৮

তোয়াকে হারিয়ে শীর্ষস্থানে পিএসজি

স্পোর্টস ডেস্ক:

চোট পেয়ে মাঠের বাইরে নেইমার। ভাবা হচ্ছিল তাকে ছাড়া পিএসজি হয়ত কিছুটা দুর্বল হয়ে পড়েছে। কিন্তু আনহেল দি মারিয়র মতো তারকারা যেখানে আছেন সেখানে দুর্বলতার স্থান নেই। একাদশে সুযোগ পেয়ে গোল করে দলকে জয়ের আনন্দে ভাসালেন আর্জেন্টাইন এই তারকা খেলোয়ার।

শনিবার (০৩ মার্চ) লিগ টেবিলের অবনমন অঞ্চলের দল তোয়ার মাঠে ২-০ গোলে জিতেছে উনাই এমেরির দল। এই জয়ের ফলে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করলো পিএসজি। ছন্দে থাকা দি মারিয়ার নৈপুণ্যে ৪৭তম মিনিটে এগিয়ে যায় পিএসজি। প্রতিপক্ষের দুর্বল হেডে আলগা বল ইউলিয়ান ড্রাক্সলারকে বাড়িয়ে ডি-বক্সে ঢুকে পড়েন আর্জেন্টাইন উইঙ্গার। সতীর্থের ফিরতি পাস পেয়ে গোলরক্ষকের মাথার উপর দিয়ে লক্ষ্যভেদ করেন তিনি।

৭৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ক্রিস্তোফা এনকুঙ্কু। ডান দিক থেকে দানি আলভেসের ক্রস পেয়ে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন ফরাসি মিডফিল্ডার। এই জয়ের ফলে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মোনাকো।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৪, ২০১৮ ১১:৫৯ পূর্বাহ্ণ