২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৩৭

নেইমারের পায়ে সফল অস্ত্রোপচার

স্পোর্টস ডেস্ক:

পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের পায়ের পাতার অস্ত্রোপচার সফল ভাবে সম্পন্ন হয়েছে। শনিবার বেলো হরিজন্তের মাতের দেই হাসপাতালে নেইমারের অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার শেষে রোববারই নেইমার হাসপাতাল ছেড়েছেন। তবে কবে নাগাদ নেইমার ফের মাঠে ফিরবেন তা ছয় সপ্তাহ আগে নিশ্চিত করে বলতে পারছেন না চিকিৎসকরা।

লিগ ওয়ানে গত রোববার অলেম্পিক মার্শেইয়ের বিপক্ষে ৩-০ গোলে জেতা ম্যাচে পায়ের পাতার ইনজুরিতে পড়েন নেইমার। স্ট্রেচারে সেদিন মাঠ ছাড়তে হয়েছিল নেইমারকে। ডান পায়ের পাতার হাড় ভেঙে যায় নেইমারের। রিয়ালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে নেইমারের ইনজুরি বড় ধাক্কা হয়ে আসে পিএসজির জন্য। তবে অপারেশন টেবিলে যাওয়া মানে দীর্ঘ সময়ের জন্য নেইমারের মাঠের বাইরে থাকা। এই মৌসুমে আর পিএসজির জার্সীতে ব্রাজিলিয়ান তারকা খেলতে পারবেন কিনা সেটিই প্রশ্ন।

ব্রাজিল জাতীয় দলের সার্জন রদরিগো লাসমার শনিবার নেইমারের অপারেশন পরিচালনা করেন। তিনি জানাচ্ছেন, ‘পূনর্বাসন প্রক্রিয়া নির্ভর করছে খেলোয়াড়ের অবস্থার উপর। আমরা ছয় সপ্তাহ পর তার অবস্থার মূল্যায়ন করবো।’

বিশ্বরেকর্ড গড়া ট্রান্সফার ফিতে গেল গ্রীষ্মে বার্সা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান নেইমার। দলটির হয়ে ৩০ ম্যাচে ২৮ গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা। ১৬টি গোল করিয়েছেন সতির্থদের দিয়ে। সেই নেইমারকে আবার কবে ফিরে পাবে পিএসজি সেই ভাবনায় এখন ক্লাবটির ঘুম হারাম হতেই পারে। তবে ব্রাজিলিয়ানদের নিশ্চয়ই একটাই প্রার্থনা, বিশ্বকাপের আগে পুরো সুস্থ হয়ে উঠুন নেইমার। ১৪ জুন শুরু হবে রাশিয়া বিশ্বকাপ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৪, ২০১৮ ১১:৩৮ পূর্বাহ্ণ