১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৮

শঙ্কামুক্ত অধ্যাপক জাফর ইকবাল

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবাল এখন শঙ্কামুক্ত। রোববার সকালে এ তথ্য জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর-আইএসপিআর। বেলা ১১টায় সামরিক হাসপাতালে গণমাধ্যমকে বিস্তারিত জানাবে আইএসপিআর। খবর ইউএনবির।

শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলার শিকার হন ড. জাফর ইকবাল। তাকে পেছন দিক থেকে মাথায় ছুরিকাঘাত করে অজ্ঞাত এক যুবক। পরে ওই যুবককে ধরে গণপিটুনি দেয় শিক্ষার্থীরা। হামলাকারীর পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছেন জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম স্বপন।

তিনি জানান, জনতার হাতে আটক হামলাকারীর নাম ফয়জুর রহমান। সে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কালিয়ার কাপন গ্রামের আতিকুল ইসলামের ছেলে। ফয়জুর বিশ্ববিদ্যালয় সংলগ্ন কুমারগাঁও বাসস্ট্যান্ডের কাছে শেখপাড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকতো বলে জানান ওসি। তদন্তের স্বার্থে এর বেশি তথ্য দিতে চাননি তিনি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৪, ২০১৮ ১১:১৬ পূর্বাহ্ণ