১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৪

পারলে সোভিয়েত পতন উল্টে দিতাম: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইতিহাসের কোনো ঘটনা পাল্টে দেওয়ার সুযোগ থাকলে তিনি গত শতকের নব্বইয়ের দশকে হওয়া সোভিয়েত পতনের ঘটনা উল্টে দিতেন। এদিকে এনবিসি টিভিকে দেওয়া এক সাক্ষাত্কারে প্রেসিডেন্ট পুতিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের বিষয়ে তথ্য-প্রমাণ দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানিয়েছেন। খবর রয়টার্সের।
নির্বাচনী প্রচারের অংশ হিসেবে শুক্রবার রাশিয়ার ইউরোপ অংশের কালিনিনগ্রাদে যান পুতিন। সমর্থকদের করা প্রশ্নের তাত্ক্ষণিক জবাব দেন তিনি। আধুনিক রুশ ইতিহাসের কোন ঘটনা সুযোগ থাকলে বদলে দিতেন এমক এক প্রশ্নের জবাবে পুতিন বলেন, ‘সোভিয়েত ইউনিয়নের পতন’। রুশ প্রেসিডেন্টের এ মন্তব্য স্মৃতিকাতর নাগরিকদের পুরানো দিনের আবেশ দিতে পারে বলে ধারণা পর্যবেক্ষকদের যা আগামী ১৮ মার্চের নির্বাচনে পুতিনের ফের ক্ষমতায় আসার পথ সহজ করবে। জনমত জরিপগুলোতে সাবেক এই কেজিবি প্রধান বিপুল ভোটে জয়ী হবেন বলেও ইঙ্গিত দেওয়া হচ্ছে। ২০০৫ সালে দেওয়া এক ভাষণে পুতিন ১৯৯১ সালের সোভিয়েত পতনকে বিংশ শতাব্দীর ‘সবচেয়ে বড় ভূরাজনৈতিক বিপর্যয়’ অ্যাখা দিয়েছিলেন।
অন্যদিকে এনবিসিকে প্রেসিডেন্ট পুতিন বলেন, আমরা দেখতে চাই তারা (যুক্তরাষ্ট্র) কী করে। আমরা ততক্ষণ প্রতিক্রিয়া দেখাতে চাই না, যতক্ষন তারা রাশিয়ার আইন না ভাঙ্গে। আমরা চাই তারা তথ্য-প্রমাণ দিক যে রাশিয়ার নাগরিকরা কিভাবে নির্বাচনে হস্তক্ষেপ করেছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের তদন্ত কমিটি ১৩ রাশিয়ান এবং তিনটি কোম্পানিকে অভিযুক্ত করেছে।
প্রকাশ :মার্চ ৪, ২০১৮ ১১:০৯ পূর্বাহ্ণ