১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৫

নিজেকে ‘আনলাকি’ ভাবেন কঙ্গনা

বিনোদন ডেস্ক:

ঠিকই দেখছেন। এমনটাই নিজের সম্পর্কে মনে করছেন বলিউডের কুইন। তবে ক্যারিয়ার নিয়ে নয়, প্রেম ভাগ্যটাকেই দোষারোপ করছেন তিনি। এই মুহূর্তে বেশ ব্যস্ত তিনি মণিকর্ণিকা- দ্য কুইন অব ঝাঁসি নিয়ে। তবে কাজের মাঝেই বার বার সম্পর্ক-বিতর্কে তার নাম উঠে এসেছে সংবাদ শিরোনামে। যার পানি গড়িয়েছে আদালত পর্যন্তও। আর এবার সেই বিতর্কিত বিষয়টি নিয়েই ফের একবার মুখ খুললেন তিনি। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের কলকাতা২৪ পত্রিকা।

কঙ্গনা জানিয়েছেন, তার শেষ সম্পর্কে তিনিই ছিলেন আনলাকি। এই সমাজ মেয়েদের ৩০ বছরের মধ্যেই বিয়ের ওপর জোর দেয়। তবে বিয়ে নিয়ে ওখনই তিনি কিছু ভাবেননি। আর তার বয়স ৩০-ও নয় বলে স্পষ্ট জানান তিনি! তবে বিয়ে এবং সংসার-পরিবার বিষয়টি নিয়ে তিনি খুবই সিরিয়াস হলেও বিষয়টি নিয়ে বিশেষ পানি ঘোলা করতে চাননি অভিনেত্রী।

তবে এখানেই শেষ নয়, সাবেক প্রেমিক অধ্যয়ন সুমনের কঙ্গনাকে ব্ল্যাক-ম্যাজিক উইচ  বলে ব্যঙ্গ করার প্রসঙ্গটিও তিনি টেনে এনেছেন। বিউটি উইথ ব্রেন কঙ্গনা জানিয়েছেন, এই নিকনেমটি তার পছন্দ তবে যেভাবে তাকে বলা হয়েছিল তা তার মোটেই পছন্দ হয়নি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৪, ২০১৮ ১০:২১ পূর্বাহ্ণ